Friday, 23 August 2019
অমাবস্যা দিন
বটে এ এক সময়।
না আজ আর দিকদশটা নয়
বৃত্তের অন্তর্গত সব কোন ই আজ ধর্তব্য
দিক শব্দ টা কি যথার্থ
যেমন জটিলতা শব্দটির ধারণ ক্ষমতা কমে গেছে অনেক
বহু কৌনিক জটিলতার একটা সামগ্রিক নাম করন প্রয়োজন।
আবার এই সব হারানোর দিকে ছুটে যাওয়া সময়
এত দ্রুত তার প্রেক্ষিত পরিবর্তন।
এই সময়ের নামকরণ যজ্ঞের ঋত্বিকেরা নিশ্চয়ই বসেছেন নিজ নিজ নিশ্চিত আরামকেদারায়
আমি অস্থিরতার রোগাক্রান্ত এক অতিদ্রুত বাই পোলার মনোরোগী বড়জোর হিষ্টিরিয়া ছিলাম
ডাক্তারের দেখা নেই।
------------------+------------------
প্রণব ভট্টাচার্য। অমাবস্যা বৈশাখী।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment