Saturday, 17 August 2019

রক্ষিত পুর। একটি গ্রামের নাম। থানা - কাঁকসা। প বর্ধমান। মলানদিঘী গ্রাম পঞ্চায়েত। গড় জঙ্গল। গড় কেল্লা। হাজার বছর আগের ' রামগঞ্জ তাম্র শাসনের ' রাঢ়াধিপ মহা মাণ্ডলিক ঈশ্বরী ঘোষের ' ঢেকুর গড় '। দেবী শ্যামারূপার নামে ' শ্যামারূপা র গড় '। পরিধি ঘিরে ঘন জঙ্গলের বেষ্টনী। 'মহাবৃক্ষ ' রূপ শাল জঙ্গল। গড় কে ঘিরে কাঁটা বাঁশের ঘন বেড়। প্রায় দুর্ভেদ্য। জঙ্গল ভূমি র দক্ষিণ প্রান্তে এই গ্রাম। পাহারা দিচ্ছে ' চুয়াড় ' দের গ্রাম চুয়া। লোহাগড়। অস্ত্র সস্ত্র নির্মাণের গ্রাম। আজকের লোহাগুড়ি। হরিতকী বনের গ্রাম হরিকী। তার মাঝে এই রক্ষিত পুর। ধন সম্পদ সৈন্য সামন্ত রক্ষিত থাকে এখানে। পুরনো গড়ের ধ্বংসাবশেষ উপর এখানেই কেল্লা বানিয়েছিলেন বর্ধমান রাজ বংশের রাজা চিত্রসেন। ১৭৪০-৪৪ এর মধ্যে পরগণা সেনপাহাড়ী র জমিদারি অধিকার লাভ করেছিলেন দিল্লির শাহী দরবার ; মহম্মদ শাহের থেকে। তারপর এই পরগনার পুনর্গঠনের কাজ শুরু করেন। কেল্লা সুরক্ষিত করেন। কামান এনে বসান। ইংরেজ দের সাথে তখন তাঁর প্রবল বিরোধ। কেল্লা র পাহারায় ঘোড় সওয়ার বাহিনী নিযুক্ত করেন। আছে ঘোড় দৌড়ে র মাঠ। রক্ষিত পুরের চট্টরাজ পরিবার এখানে আসেন পাহারা দার বাহিনী র অন্যতম সৈন্যাধ্যক্ষ হিসাবে। ধীরে বিশাল ধনী হয়ে ওঠেন তাঁরা। ছিল নিজেদের পোষ্য ডাকাত বাহিনী। সে সময়টা য় প্রায় ই ঘটে ডাকাতি। এক ভূস্বামী অপরকে আক্রমণ করছে। লুঠ করছে অপরের ধন সম্পত্তি। সবার ই আছে সুরক্ষা তথা ডাকাত বাহিনী। এই চট্টরাজ পরিবার নির্মাণ করিয়েছিলেন নিজেদের জন্য অত্যন্ত সুরক্ষিত প্রাসাদ। ভূগর্ভ কক্ষ তো ছিলই। ছিল না কি কামানের নল ও। নির্মাণ করিয়েছিলেন শিব মন্দির। বিষ্ণু মন্দির। আজ ঘন জঙ্গলে ঢেকে আছে সেই সব কিছু। গভীর রাত্রে না ই সেই ভগ্ন প্রাসাদের ভিতর থেকে একরকমের ভূগর্ভ থেকে ওঠা আওয়াজ শোনা যায়। কেউ কেউ শুনেছেন। আমাকে তারা বলেছেন।

No comments:

Post a Comment