Saturday, 13 January 2018

যেওনা পৌষ

পৌষ আগলানো ------+--------------- প্রণব ভট্টাচার্য পৌষ কে তো পালাতে দিলে চলবেনা। আগলাতে হবে।পৌষ যে পেটের মাড়ি। ভাত দেবার মাস। খামারে খামারে নতুন ধান।ঝড়ানো হচ্ছে। এখন অবশ্য সব মেসিনে। একটানা ঘড়ঘড় আওয়াজ। আর পাটায় ধান পেটানোর একটা সুন্দর তাল ছন্দের আওয়াজ ছিল।বেশ অন্যরকম লাগতো। তা সে তো আর ফেরার নয়।সে যাক। সবাই যেমন পালায় - পৌষ ও পালাবে। সামনেই সংক্রান্তি। জানি পৌষ তুমি পালাবে।কিন্তু তোমার সঙ্গে রাত জাগব। খুব ঠাণ্ডা। আগুন জ্বালাবো। খড়কুটো শুকনো ডালপালা জোগাড় করে রেখেছি।চাষিবাসি গরীব পাড়ার মেয়েগুলো সারা মাস ধরে ' তুসু' পুজো করেছে।কত গান গেয়েছে।ধান দুব্বো গাঁদা ফুল দিয়ে মাটির সরায় তোমার আটন পেতেছে। ঊলু দিয়ে শাঁখ বাজিয়ে পুজো শেষ করেছে। আজ আগলানো র রাত। সারা রাত গান হবে আগুনের ধারে বসে। এখন তো ধরো মাইক চাই। সারারাত পাড়ায় পাড়ায় মাইক। রাত না জেগে উপায় আছে।আমরা জাগিয়ে রাখব সারা গাঁ কে। পৌষ এ তোমার বিদায় সংবর্ধনা।এ বছরের। খুশী মনে আবার এসো। সবাই কে ভাত দিও। কেউ যেন না খেয়ে মরে। এই আমাদের প্রার্থনা গো। -------------------------+------------------

No comments:

Post a Comment