জঙ্গল মহল।
উত্তরে অজয়। দক্ষিণে ঐ গড় জঙ্গল। গায়ে গায়ে গ্রাম। বনগ্রাম; নিমটিকুড়ি; দামোদরপুর: মসনা ; কোটালপুকুর।আর একটু দূরে গৌরাঙ্গপুর ; খেড়োবাড়ি।।আর একটু পশ্চিমে ' গড়ের মায়ের ' পুজো।দেবী শ্যামারূপা র।
এখানে সিং বা ড়িতে বিরাট ধুম।দুর্গাপূজো র। সিং রা ছত্রি বা ক্ষেত্রী রাজপুত।
তাঁদের পূর্বপুরুষ এক হায়াত সিং এসেছিলেন বর্ধমানের রাজা চিত্রসেনের আমলে। যুদ্ধনিপুণ। তাই কেল্লা পাহারার দায়িত্ব তাঁর। সে প্রায় দু- আড়াই শো বছর হচ্ছে।
চারপাশের গ্রামে সিং দের দারুন দাপট। বাঘে গরু তে একঘাটে জল খায়।সেই বাড়ির পুজো।
সেই পুজো এখন ও হয়। হচ্ছে।
তবে সে দিন তো আর নেই।
নানা জায়গা য় ছড়িয়ে আছেন এই সিং পরিবারের উত্তর পুরুষেরা।
তবে দুর্গাপুজার সময় অনেকে ই আসার চেষ্টা করেন।
অন্তত একটা দিন একসাথে কাটে।
কোটালপুকুর গ্রামে।
যদিও সেই গ্রাম আর নেই।
উত্তরে অজয়। দক্ষিণে ঐ গড় জঙ্গল। গায়ে গায়ে গ্রাম। বনগ্রাম; নিমটিকুড়ি; দামোদরপুর: মসনা ; কোটালপুকুর।আর একটু দূরে গৌরাঙ্গপুর ; খেড়োবাড়ি।।আর একটু পশ্চিমে ' গড়ের মায়ের ' পুজো।দেবী শ্যামারূপা র।
এখানে সিং বা ড়িতে বিরাট ধুম।দুর্গাপূজো র। সিং রা ছত্রি বা ক্ষেত্রী রাজপুত।
তাঁদের পূর্বপুরুষ এক হায়াত সিং এসেছিলেন বর্ধমানের রাজা চিত্রসেনের আমলে। যুদ্ধনিপুণ। তাই কেল্লা পাহারার দায়িত্ব তাঁর। সে প্রায় দু- আড়াই শো বছর হচ্ছে।
চারপাশের গ্রামে সিং দের দারুন দাপট। বাঘে গরু তে একঘাটে জল খায়।সেই বাড়ির পুজো।
সেই পুজো এখন ও হয়। হচ্ছে।
তবে সে দিন তো আর নেই।
নানা জায়গা য় ছড়িয়ে আছেন এই সিং পরিবারের উত্তর পুরুষেরা।
তবে দুর্গাপুজার সময় অনেকে ই আসার চেষ্টা করেন।
অন্তত একটা দিন একসাথে কাটে।
কোটালপুকুর গ্রামে।
যদিও সেই গ্রাম আর নেই।
No comments:
Post a Comment