Sunday, 5 August 2018

দুই প্রাচীন শিব

দণ্ডেশ্বর আর ফুল্লেশ্বর শিব ---------------------------------- প্রণব ভট্টাচার্য সেদিন লিখেছিলাম ফুলঝোর গ্রামের দেবী ফুলেশ্বরী বা ফুল্লেশ্বরী র কথা। একদিন ধাতু মূর্তি ছিল। সে এক প্রাচীন মূর্তি। অষ্টভূজা ; ভয়াল দর্শনা।উদর দেশ গভীর। যেন বা দেবী ক্ষুধার্ত। রক্তপিপাসা লোলুপ। গ্রামবাসী প্রবীণ শিক্ষক চন্দ্রমোহন দা তাঁর স্মৃতি থেকে মূর্তি টি সম্পর্কে যতটা বলেছিলেন। আমি তাই বলেছি। এই গ্রামের ফুল্লেশ্বর শিব ও প্রাচীন। মাকড়া পাথরের তৈরী সুন্দর মন্দির ছিল। এখন ভেঙ্গে গেছে। পুরনো পাথরে র চাতাল আছে। পাথরের গায়ে কারুকাজ ছিল। বোঝা যায়। কিছু লিপি ও ছিল। পড়া যায়নি। কাছেই এক দিঘী। সতীঘাটা। সেখানে নাকি সতীদাহ হয়েছিল। দণ্ডেশ্বর শিব লিঙ্গ ভূ উত্থিত। তিনি স্বয়ম্ভু। প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ এর উপর নূতন মন্দির নির্মাণ করানো হয়েছে। দণ্ডেশ্বর একটি প্রাচীন গ্রাম। অতীত দিনের প্রাণ চঞ্চল এক জনপদ। রাজহাট থেকে শুরু করে ঠাকুরানী বাজার পর্যন্ত জমজমাট। এই দুই শিবের ভাব ভালোবাসা খুব। চৈত্র সংক্রান্তির সময় দণ্ডেশ্বর থেকে বাণেশ্বর যান ফুল্লেশ্বরে। রাজহাটের বন্দ্যোপাধ্যায় পরিবার ( মোড়ল নামে গ্রাম্য পরিচিতি)এই দুই শিব ঠাকুরের সেবাইত। এই বন্দ্যোপাধ্যায় পরিবার নাচন গ্রামের বিখ্যাত পরিবারের ই অংশ। এক শাখা এখানে এসে জমিদারী পত্তন করেন। বর্ধমানে র রাজা চিত্রসেন ১৭৪০-৪৪ সাল নাগাদ ' সেন পাহাড়ি ' পরগনা পুনর্গঠিত করেন। সেই সময় কালের ই ঘটনা। এখনকার কাঁকসা থানা এলাকা ই সেই পরগণা - সেন পাহাড়ী'। সমগ্র গোয়ালাভূম এর জমিদারী র অধিকার রাজা চিত্রসেন প্রাপ্ত হন দিল্লির বাদশাহ মহম্মদ শাহ এর নিজামত থেকে। ১৭৪০ সালে। তারপর সেনপাহাড়ী পরগনা য় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা র লক্ষে নানা ভাবে চেষ্টা চালান।সুরক্ষা র নানা ব্যবস্থা করেন। ' গড় জঙ্গলের ' মধ্যে প্রাচীন গড় এর ভিত্তির উপরে ' কেল্লা' তৈরি করেন। কামান এনে বসান। সীমান্ত গ্রাম গুলির নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করেন। ঘোড়সওয়ার সৈনিক আনেন।পাহারার জন্য। জঙ্গলের মধ্যে মধ্যে ছিল ঘোড়দৌড় এর মাঠ। হাট বসান। মন্দির তৈরি করান। পুকুর সংস্কারের দায়িত্ব দেন স্থানীয় তালুকদার দের। সেই সময় উদ্যোগী দক্ষ সম্পন্ন ব্যক্তি গন কে বর্ধমান রাজ দরবার থেকে নূতন জমিদারি পত্তনের জন্য নিযুক্ত করা হয়। সেই সময়ের সাথে জড়িয়ে আছে এই এলাকার অনেক ইতিহাস। ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ প্রণব ভট্টাচার্য। ( তথ্য সহায়তা - স্নেহ ভাজন অনুজপ্রতিম শিক্ষক তরুণ কুমার ব্যানার্জি )। জামদহ। দণ্ডেশ্বর আর ফুল্লেশ্বর শিব ---------------------------------- প্রণব ভট্টাচার্য সেদিন লিখেছিলাম ফুলঝোর গ্রামের দেবী ফুলেশ্বরী বা ফুল্লেশ্বরী র কথা। একদিন ধাতু মূর্তি ছিল। সে এক প্রাচীন মূর্তি। অষ্টভূজা ; ভয়াল দর্শনা।উদর দেশ গভীর। যেন বা দেবী ক্ষুধার্ত। রক্তপিপাসা লোলুপ। গ্রামবাসী প্রবীণ শিক্ষক চন্দ্রমোহন দা তাঁর স্মৃতি থেকে মূর্তি টি সম্পর্কে যতটা বলেছিলেন। আমি তাই বলেছি। এই গ্রামের ফুল্লেশ্বর শিব ও প্রাচীন। মাকড়া পাথরের তৈরী সুন্দর মন্দির ছিল। এখন ভেঙ্গে গেছে। পুরনো পাথরে র চাতাল আছে। পাথরের গায়ে কারুকাজ ছিল। বোঝা যায়। কিছু লিপি ও ছিল। পড়া যায়নি। কাছেই এক দিঘী। সতীঘাটা। সেখানে নাকি সতীদাহ হয়েছিল। দণ্ডেশ্বর শিব লিঙ্গ ভূ উত্থিত। তিনি স্বয়ম্ভু। প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ এর উপর নূতন মন্দির নির্মাণ করানো হয়েছে। দণ্ডেশ্বর একটি প্রাচীন গ্রাম। অতীত দিনের প্রাণ চঞ্চল এক জনপদ। রাজহাট থেকে শুরু করে ঠাকুরানী বাজার পর্যন্ত জমজমাট। এই দুই শিবের ভাব ভালোবাসা খুব। চৈত্র সংক্রান্তির সময় দণ্ডেশ্বর থেকে বাণেশ্বর যান ফুল্লেশ্বরে। রাজহাটের বন্দ্যোপাধ্যায় পরিবার ( মোড়ল নামে গ্রাম্য পরিচিতি)এই দুই শিব ঠাকুরের সেবাইত। এই বন্দ্যোপাধ্যায় পরিবার নাচন গ্রামের বিখ্যাত পরিবারের ই অংশ। এক শাখা এখানে এসে জমিদারী পত্তন করেন। বর্ধমানে র রাজা চিত্রসেন ১৭৪০-৪৪ সাল নাগাদ ' সেন পাহাড়ি ' পরগনা পুনর্গঠিত করেন। সেই সময় কালের ই ঘটনা। এখনকার কাঁকসা থানা এলাকা ই সেই পরগণা - সেন পাহাড়ী'। সমগ্র গোয়ালাভূম এর জমিদারী র অধিকার রাজা চিত্রসেন প্রাপ্ত হন দিল্লির বাদশাহ মহম্মদ শাহ এর নিজামত থেকে। ১৭৪০ সালে। তারপর সেনপাহাড়ী পরগনা য় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা র লক্ষে নানা ভাবে চেষ্টা চালান।সুরক্ষা র নানা ব্যবস্থা করেন। ' গড় জঙ্গলের ' মধ্যে প্রাচীন গড় এর ভিত্তির উপরে ' কেল্লা' তৈরি করেন। কামান এনে বসান। সীমান্ত গ্রাম গুলির নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করেন। ঘোড়সওয়ার সৈনিক আনেন।পাহারার জন্য। জঙ্গলের মধ্যে মধ্যে ছিল ঘোড়দৌড় এর মাঠ। হাট বসান। মন্দির তৈরি করান। পুকুর সংস্কারের দায়িত্ব দেন স্থানীয় তালুকদার দের। সেই সময় উদ্যোগী দক্ষ সম্পন্ন ব্যক্তি গন কে বর্ধমান রাজ দরবার থেকে নূতন জমিদারি পত্তনের জন্য নিযুক্ত করা হয়। সেই সময়ের সাথে জড়িয়ে আছে এই এলাকার অনেক ইতিহাস। ------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ প্রণব ভট্টাচার্য। ( তথ্য সহায়তা - স্নেহ ভাজন অনুজপ্রতিম শিক্ষক তরুণ কুমার ব্যানার্জি )

1 comment: